শাকিব খানের জন্য ধর্ম ছেড়েছেন অপু বিশ্বাস। কিন্তু অন্যদের কথায় ভুল বুঝে নায়ক তালাকের নোটিশ পাঠিয়েছেন সম্প্রতি। অপু বিচ্ছেদ চান না। এমনটাই জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সালিশ বৈঠকে।
সোমবারের নির্ধারিত বৈঠকে অপু উপস্থিত হলেও ছিলেন না শাকিব। সিটি কর্পোরেশনের অঞ্চল ৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেনের সাথে তালাক নোটিশের বিপরীতে সমঝোতা বৈঠকে বসেন অপু।
সেখানে তিনি বলেন, ‘আমার একটা সন্তান রয়েছে, আমি এখন বিচ্ছেদ চাই না। তাছাড়া শাকিব যে অভিযোগগুলো করেছে এগুলো ঠিক না। ওকে আমি পাচ্ছি না। ভেবেছিলাম আজ পাবো, পেলাম না। ওর সাথে সামনাসামনি কথা বললে সব ঠিক হয়ে যেতো। এছাড়া এখানে যে স্বাক্ষর তা তো তার না। ওর জন্য আমি ধর্ম ত্যাগ করেছি। ভুল বোঝাবুঝি হয়েছে। তাকে অন্যরা ভুল বুঝিয়েছে।’
গত ২৮ নভেম্বর আইনজীবীর মাধ্যমে ডিভোর্সের নোটিশ পাঠান শাকিব খান। তার প্রেক্ষিতে সালিশের আয়োজন করে সিটি কর্পোরেশন।
বছরখানেক অন্তরালে থাকার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলে এসে বিয়ে ও সন্তানের খবর জানান অপু বিশ্বাস।
তিনি জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিয়ে হয়। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় ছেলে আব্রাহাম খান জয়ের।
এ খবর প্রকাশের পর থেকেই শাকিবের সঙ্গে অপুর মান-অভিমান চলছিল। তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। বর্তমানে ছেলেকে নিয়ে রাজধানীর নিকেতনে একাই থাকছেন অপু।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪: ০৫ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮, সোমবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur