বহুল প্রতিক্ষীত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা মিশনে মাঠে নামছে টিম বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
হোম কন্ডিশন, প্রতিপক্ষের শক্তি, নিজেদের পারফরম্যান্স, অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে অধরা ট্রফি জয়ের এটাই সেরা সুযোগ। কখনোই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা না জেতার আক্ষেপ ঘোঁচাতে চোখ রাখছে মাশরাফির দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯৯তম ওয়ানডে এটি। দু’দিন পর ম্যাচের সেঞ্চুরি পূরণ করবে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে। ১৯ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা হাইভোল্টেজ ম্যাচ। একমাত্র ভেন্যুতে ট্রাইনেশন সিরিজটির সবগুলো ম্যাচই দিবারাত্রির। খেলা শুরু বেলা ১২টায়। তিন দল দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ২৭ জানুয়ারি।
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে শেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত ২০০৯ সালের শিরোপা নির্ধারণীতে লঙ্কানদের কাছে ২ উইকেটে হারের হতাশায় ডুবেছিল লাল-সবুজের জার্সিধারীরা। এবার প্রথমবারের মতো শিরোপা দেশে রেখে দিতে আত্মবিশ্বাসী টাইগাররা।
স্পোর্স ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ এএম, ১৫ জানুয়ারি ২০১৮, সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur