দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রোববার বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি।
রোববার সকাল ১১টায় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ৩৫ মিনিটের এ মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। এর আগে সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতী বয়ান শুরু করেন তিনি।
আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে টঙ্গীর তুরাগ পানে লাখো মুসল্লিদের ঢল নামে।
মুসলিম উম্মার কল্যাণ কামনার মধ্য দিয়ে রোববার বিশ্ব ইজতেমার শেষ হল প্রথম পর্ব। আগামী শুক্রবার এই তুরাগ তীরেই শুরু হবে এর দ্বিতীয় পর্ব।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩ :১০ এএম, ১৪ জানুয়ারি ২০১৮, রোববার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur