ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুর হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শনিবার রাত ৯টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।
বিআইডব্লিউটিসি’র ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত ৯টার দিকে নৌদুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, রোববার ভোর পৌনে ৫টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১ :০০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮, রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur