চাঁদপুরের যাত্রী বাহী লঞ্চ আব-এ জম-জম এর ধাক্কায় বালিভর্তি ভলগেট ডুবেছে। এ ঘটনায় ওই ভলগেটে থাকা ৩ শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে মেঘনা নদীর মতলব-মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব এ জমজমে থাকা যাত্রী ইউসুফ আলী চাঁদপুর টাইমসকে জানায়, দুপুর ১ টার দিকে আব এ জম চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এর ৪৫ মিনিট পর হঠাৎ আমরা বিকট শব্দে আওয়াজ পেয়ে বাইরে এসে দেখি ভলগেটটি ঢুবে যাচ্ছে। আর ওর শ্রমিকরা লঞ্চে উঠে যায়।
এ ব্যাপরে আব এ জম জম লঞ্চের ম্যানেজার বিপ্লব সরকার চাঁদপুর টাইমসকে জানায, ‘নদীতে পানি কম থাকায় ভলগেটটি আটকে যায়, লঞ্চের গতির সাথে সে সরে যেতে পারেনি, তাই লঞ্চের সাথে ধাক্কা লেগে ভলগেটটি ডুবে যায়। ঘটনাস্থলে নৌ-পুলিশ গিয়েছে।
ভলগেট ডুবে গেলেও কোনো যাত্রী কিংবা ভলগেট শ্রমিক হতাহত হয়নি বলে তিনি দাবি করেন।
স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০১:০৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur