চাঁদপুর টাইমস ডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে বঙ্গবন্ধুর অবদান ছিল অপরিসীম। তার আত্মত্যাগ ও অবদানের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের মানুষ পেয়েছে অর্থনৈতিক মুক্তি।’
শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউটে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘জাতির পিতার স্বপ্ন ছিল অনাহারমুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার। যে কারণে তিনি বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। বাংলাদেশের মানুষের মুক্তি অর্জনের জন্য স্বাধীনতা অর্জনের জন্য জাতির পিতাকে জেল, জরিমানা ও অত্যাচার সহ্য করতে হয়েছে। তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার আদর্শ থেকে তাকে এক পা-ও বিচ্যুত করা যায়নি। এটাই ছিল তার সবচেয়ে বড় গুণ। আজকে বাঙালি স্বাধীনতা পেয়েছে। তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন। আগে বাঙালির কোনো মর্যাদা ছিল না। বাঙালিরা বিভিন্নভাবে নির্যাতিত হত। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কারণে এ দেশ স্বাধীন হয়েছে এবং দেশের মানুষ অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং ভাষাগত দিক থেকে মুক্তি পেয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের মানুষের জন্য জাতির পিতা সংগ্রাম করেছিলেন, কিন্তু সবসময় কিছু মানুষ থাকে, যারা অন্য মানুষের ভালো দেখতে পারে না। অন্য মানুষের কল্যাণ দেখতে পারে না। তারা সবসময় থাকে সুযোগের সন্ধানে। খুব সহজভাবে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করা এদের কাজ। জাতির পিতা যখন এ দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন, তখন এ দেশের কিছু মানুষ ওই পাকিস্তানি দোসরদের হাতে হাত মিলিয়ে বঙ্গবন্ধুর বিরোধিতা করেছে। এবং তাকে হত্যার করার চেষ্টা করেছে।’ সূত্র- আমাদের সময়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur