স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্সের অনেক অদ্ভুত কারণ অনেক সময় শোনা গেছে। কিন্তু সবকিছুকেই ছাপিয়ে গেল সৌদি আরবে একটি ঘটনা।
সেখানে মায়ের চেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসায় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনছেন। স্ত্রীর প্রতি ভালোবাসা কম নয়, বরং নিজের মায়ের চেয়ে বেশি হওয়াই কাল হলো সৌদি আরবের এই ব্যক্তির।
ডিভোর্সের আবেদনে ওই নারীর যুক্তি, যে ব্যক্তি নিজের মা-কে পরিত্যাগ করতে পারে, সে যে কোনও সময় আমাকেও ছাড়তে পারে। আমি এরকম কাউকে বিশ্বাস করতে পারি না। আমাকে ও যেদিন ঠিক এভাবে পরিত্যাগ করে যাবে, তার অপেক্ষায় না থেকে আমিই ওকে আগে পরিত্যাগ করতে চাই।
ওই নারীর আবেদন গ্রাহ্য করেছে সৌদির আদালত। এই ঘটনায় অত্যন্ত ভেঙে পড়েছেন ওই ব্যক্তি। স্ত্রীর জন্য তিনি নিজের পরিবারকেও ছেড়েছেন বলে দাবি করেন। আর ঠিক কারণেই তার স্ত্রী তাকে ডিভোর্স দিতে চান বলে দাবি।-সূত্র এমটি নিউজ
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ০৪:০৫ পিএম, ৮জানুয়ারি ২০১৮, সোমবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur