চট্টগ্রামে যুব গেমসের বিভাগীয় পর্যায়ের সাঁতার ও ফুটবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন চাঁদপুর জেলা দল। আগামি ৯ জানুয়ারি চাঁদপুর জেলা দল সাঁতার ও ফুটবল প্রতিযোগিতা অংশ নিবে ।
বিভাগীয় পর্যায়ে অংশগ্রহনের লক্ষ্যে দু’ইভেন্টের খেলোয়াড়রা আজ চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেবেন ।
রোববার (৭ জানুয়ারি) বিকেলে দু’ইভেন্টের খেলোয়াড়দের সাথে খেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন জেলা ক্রীড়া সংস্থার কর্তৃপক্ষ ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপকমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও জেলা সাঁতার দলের টিম ম্যানেজার তপন চন্দ, কোচ মুক্তিযোদ্ধা ছানাউল্লা খান, ফুটবল কোচ ইউছুফ বকাউল, টিম ম্যানেজার নুর হোসেন নুরু, সাবেক ফুটবলার আমিন মোলা।
বিভাগীয় পর্যায়ে অংশ নেয়া চাঁদপুর জেলা দলের সাঁতারুরা হলো- মানিক, মিনহাজ, নুরউদ্দিন, হাছিব, নুরু, শামিম মাঝি, মিশু, মাফিয়া, আমেনা ও শিউলী।
বিভাগীয় পর্যায়ে অংশ নেয়া চাঁদপুর জেলা ফুটবল দলের খেলোয়াড়রা হলো- আব্দুল্লাহ আল হিসাম, সিয়াম বকাউল, শামিম হোসেন, সবুজ, দীপ্ত সরকার, ফয়েজ আহমেদ, আহম্মদ লস্কর, নাবিল হাছান, সাত্তার গাজী, ইমরান খান, আশিক ভুইয়া, আরিফ, সাকিব হোসেন, শাহাদাত হোসেন, রাজন চৌধুরী, রিপন, শাহাজাদা শাহা, সাইফুল ইসলাম ও মেহেদী হাছান।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ফুটবল উপকমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী জানান, গত ডিসেম্বর মাসে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁদপুর স্টেডিয়ামে ৮ উপজেলার ১৭ বছর বয়সী বালক-বালিকাদের নিয়ে ৭টি ইভেন্টের যুব গেমসের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলাগুলো থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা হয়। বিভাগীয় পর্যায়ে অংশগ্রহনের লক্ষ্যে পর্যায়ক্রমে অনন্য ইভেন্টের দলগুলোও চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেবে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১০:৩৩ পিএম, ৭ জানুয়ারি ২০১৮, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur