ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শ্রীপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বাবার বিরুদ্ধে আড়াই বছরের এক কন্যা শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে ।
নিহত শিশু লিসা ওই গ্রামের লিটন মণ্ডলের মেয়ে বলে জানিয়েছেন হরিণাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন।
তিনি জানান, সকালে বাবা লিটন ও মা সাদিয়ার মধ্যে ৫০ টাকা নিয়ে ঝগড়া হচ্ছিল।ঝগড়ার এক পর্যায়ে মায়ের কোলে থাকা শিশু লিথিকে নিয়ে ঘরের মেঝেতে আছাড় মারে বাবা লিটন মণ্ডল।এতে শিশুটি মাথায় প্রচণ্ড আঘাত পায়। গুরুতর আহত লিসিকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। লিথি ছিল তাদের এক মাত্র সন্তান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। এর আগেই পালিয়ে যায় লিটন মণ্ডল।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪ : ৩০ এএম, ০৩ জানুয়ারি ২০১৮, বুধবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur