১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এরপরই লঙ্কানদের বিপক্ষে লড়াই। আর সে লক্ষ্যে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের প্রশ্ন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে ডাক পাচ্ছেন কারা?
ইতোমধ্যে বুধবার (২৭ ডিসেম্বর) শুরু হয় জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। এবার বোলারদের ব্যাটিংয়ের জন্য আলাদা দুই দিনের সেশন রাখা হয়েছে। ৩১ ডিসেম্বর ও ৩ জানুয়ারি হবে বোলারদের ব্যাটিং সেশন।
৩ জানুয়ারি ফিটনেসের পাশাপাশি স্কিল অনুশীলন করবেন ক্রিকেটাররা। ৪ থেকে ৯ জানুয়ারি শুধু স্কিল অনুশীলন হবে। ১০ জানুয়ারি ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়।
২০১০ সালের পর প্রথমবারের মতো কোন ত্রিদেশীয় সিরিজের আয়োজক বাংলাদেশ। বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের অংশগ্রহণে প্রতিটি ম্যাচই দিবারাত্রির, আর সব ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে। ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে তিনটি দল। সেরা দুই দলের ফাইনাল হবে ২৭ জানুয়ারি।
৩১ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর স্টেডিয়াম। ১৫ ও ১৮ ফেব্রুয়ারি দুটি টি-টোয়েন্টিও হবে মিরপুরে।
এদিকে ৩২ দলের এই প্রাথমিক দল থেকে সর্বশেষ ১৪ অথবা ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হোম সিরিজ হওয়াতে কৌশলগতভাবে প্রথমে দুই-তিনটি ম্যাচের জন্য দল ঘোষণা করতে পারে বিসিবি।
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, সাইফুদ্দিন।
টপ অর্ডারে যারা বিবেচনায় আছেন- তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান।
মিডল অর্ডারে যারা বিবেচনায় আছেন- মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম, লিটন দাস।
লোয়ার অর্ডারে যারা বিবেচনায় আছেন-মেহেদী মিরাজ-মোসাদ্দেক হোসেন, সাইফুদ্দিন।
বোলিং সেক্টরে যারা বিবেচনায় আছেন-মাশরাফি বিন মর্তুজা,রুবেল হোসেন,আবু জায়েদ রাহি, মোস্তাফিজুর রহমান।
৩২ জনের প্রাথমিক দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক, লিটন দাস, নাজমুল হোসেন, মুমিনুল হক, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার, আবু জায়েদ, শুভাশীষ রায়, রুবেল হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান জুনিয়র ও মোহাম্মদ সাইফউদ্দিন। (এমটিনিউজ২৪.)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৬:০৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৭, শুক্রবার
এএস