Home / চাঁদপুর / চাঁদপুরে প্রেসক্লাবের ভিন্ন ধরনের ঐতিহ্য রয়েছে : জেলা প্রশাসক
চাঁদপুরে প্রেসক্লাবের ভিন্ন ধরনের ঐতিহ্য রয়েছে : জেলা প্রশাসক

চাঁদপুরে প্রেসক্লাবের ভিন্ন ধরনের ঐতিহ্য রয়েছে : জেলা প্রশাসক

জনপ্রশাসন পদক প্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল যুগ্ম সচিব পদে পদন্নতি পাওয়া চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধায় জেলা প্রশাসকের বাস ভবনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী ও সাধারণ সম্পাদক জি এম শহীনের নেতৃত্বে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বি এম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, রহিম বাদশা, সোহেল রুশদী।

এ সময় জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, প্রশাসন হলো জনগণের। সকলে মিলে কাজ করলে সব কাজে সফলতা আসে। চাঁদপুর শহর একটি চমৎকার শহর। এখানে সকলের মধ্যে ঐক্য রয়েছে।

তিনি আরো বলেন, চাঁদপুরে প্রেসক্লাবের ভিন্ন ধরনের ঐতিহ্য রয়েছে। অন্যসব জেলা থেকে চাঁদপুর প্রেসক্লাবের গুরুত্ব অনেক। এখানকার সকল সাংবাদিক এক হয়ে কাজ করে। চাঁদপুরে ব্র্যান্ডিংয়ে ক্ষেত্রে চাঁদপুর প্রেসক্লাবের ভূমিকা রয়েছে। আশা করি এই ধারবাহিকতায় চাঁদপুর প্রেসক্লাব আরো এগিয়ে যাবে।

শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৪০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ