জয়পুরহাটের পাঁচবিবিতে মোবাইলের মাধ্যমে প্রবাসীর সাথে বিয়ের নাটক সাজিয়ে, টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কনে ও তার বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইমদাদুল হক (৫৭), তার স্ত্রী রুবিনা বেগম ও তাদের মেয়ে কথিত বিয়ের কনে শবনম মুস্তারী এমি।
জানা গেছে, উপজেলার মালঞ্চা গ্রাম থেকে গতকাল সোমবার রাতে ওই ৩ জনকে পুলিশ আটক করে।
গেল ১৫ ডিসেম্বর হারুন দেশে ফিরলে বিয়ের কথা অস্বীকার করে মেয়েটি। বিয়ের প্রমাণসহ থানায় মামলা করলে তাদের গ্রেপ্তার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, ফেসবুকের মাধ্যমে এমি’র পরিচয় হয় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর মোহনা গ্রামের কাজী আয়াতুল্লার ছেলে সৌদি প্রবাসী যুবক কাজী হারুন সাগরের সাথে। পরে মোবাইলের ভাইবারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ের নাটক সাজিয়ে দীর্ঘ ৪ বছরে সৌদিআরব থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন ও বিকাশের মাধ্যমে ওই সৌদি প্রবাসী যুবকের কাছ থেকে ২৬ লাখেরও বেশি টাকা হাতিয়ে নেয় এমি ও তার মা-বাবা।
ফরিদ হোসেন আরও জানান, গত ১৫ ডিসেম্বর দেশে ফিরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রামে কথিত শ্বশুর বাড়ি আসলে এমি ও তার মা-বাবা ওই বিয়ের কথা অস্বীকার করে। এরপর প্রমাণাদিসহ পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন ওই প্রবাসী যুবক। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ বাবা, মা ও মেয়েকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪:৫০ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭, বুধবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur