চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন ও অন্যান্য শিক্ষকদের প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে, অধ্যক্ষের কার্যালয়ের সামনের জানালার গøাস ভাংচুর করেছে এইচএসসি ফরম ফিলাপ বঞ্চিত শিক্ষার্থীরা।
রোববার (২৪ ডিসেম্বর) ৩টার দিকে সাচার ডিগ্রি কলেজের ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের শেষ দিনে অকৃতকার্য শিক্ষার্থীরা ফরম ফিলাপের দাবিতে কলেজের মূল গেইট ও অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
খবর পেয়ে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আফসার উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূইয়া ও স্থানীয় ক্ষমতাশীল দলের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বুঝিয়ে তালা খুলে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে কলেজের উপাধ্যক্ষ মোঃ মহসিন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চলতি এইচএসসি’র টেস্ট পরীক্ষায় ২’শ ৮৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারমধ্যে ২’শ ২৮জন শিক্ষার্থী উর্ত্তীণ হয়। বাকী ৬১জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। ফরমফিলাপের শেষ দিনে অকৃতকার্য শিক্ষার্থীদের নেতৃত্বে অধ্যক্ষের কার্যালয়ের সামনে গøাস ভাংচুর ও শিক্ষকদের প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ