রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার দয়াগঞ্জে ছিনতাই করার সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রাজীব (২০)। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধুপখোলা ফকিরবাড়ি গ্রামে। বর্তমানে তিনি গেণ্ডারিয়া থানার ঘুণ্টিঘর রেলওয়ে বস্তি এলাকায় বসবাস করেন।
আজ দুপুরে বিষয়টি জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান। তিনি জানান, গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গত ১৮ ডিসেম্বর ভোরে দয়াগঞ্জ ঢালে ছিনতাইকারীরা রিকশায় থাকা আকলিমা নামের এক নারীর ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে দৌড় দেয়। এ সময় তাঁর কোলে থাকা ছয় মাসের শিশু আরাফাত রাস্তায় পড়ে যায়। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিনই যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন নিহত শিশু আরাফাতের বাবা মো. শাহরিয়ার।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৬:২০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭, রোববার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur