Home / খেলাধুলা / ২০১৭ সালে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তামিম
tamim ikbal
ফাইল ছবি

২০১৭ সালে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তামিম

আর এক সপ্তাহ গড়ালেই নতুন বছরে পা দেবে বিশ্ব। তারপর শুরু হবে পুরোনো বছরে কে কি পেল আর কে কি হারালো। ঠিক তেমনটা সাকিব-তামিম অর্থাৎ বাংলাদেশি ক্রিকেটারদের বেলায়ও। তবে ইতোমধ্যেই ক্রিকেটার পাড়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বিষয়গুলো।

২০১৭ সালে মাশরাফি বিন মর্তোজার নেতৃত্বে মোটে ১৪ টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার চারটিতে জয় এবং ৭টি জয়ের মুখ দেখেছে টাইগাররা।এছাড়া ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর ৩২৪/৫। যা শ্রীলংকার বিপক্ষে। অন্যদিকে সর্বনিম্ন স্কোর অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে ১৮২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

এদিকে চলতি বছরটিতে টাইগারদের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। ১২ ম্যাচে তার রান সংখ্যা সর্বোচ্চ ৬৪৬ রান। যাতে দুটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি ছিল। তমিমের পরের অবস্থান টেস্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী মুশফিকুর রহীমের। ১৪ ম্যাচে তার রান সংখ্যা ৪৫৮ রান। তৃতীয়তে রয়েছেন সাকিব আল হাসান। ১৪ ম্যাচে ১২টি ব্যাট হাতে নেমে ৪৩০ রান করেছেন তিনি। সাকিবের একটি সেঞ্চুরি ও ৩টি অর্ধশতক রয়েছে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ৪৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭, রোববার
এএস