চাঁদপুর জেলার ৮ উপজেলায় ও ২টি পৌর সভায় শনিবার (২৩ ডিসেম্বর) ৩ লাখ ৯ হাজার ৬শ’১৬জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৫ হাজার ৪শ’ ২৪ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯মাস বয়সী ২ লাখ ৭৪ হাজার ১শ’৯২জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (২০ ডিসেম্বর ) বিকেলে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন সভাকক্ষে এ উপলক্ষে চাঁদপুরের স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.মো.সফিকুল ইসলাম। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর চিত্র ও গুরুত্ব তুলে ধরেন।
উপস্থিত সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে সিভিল সার্জন বলেন,‘ চাঁদপুর জেলায় ২ হাজার ২শ’ ৬১ কেন্দ্রে ৩ হাজার ৪শ’ ৮৯ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।’
স্বাস্থ্য সহকারীদের পরিচালনায় থাকছে ৩শ’ ৪১ কেন্দ্র,এফডøবিউ পরিচাপলিত ৪শ’ ৮০ কেন্দ্র ও সিএইসসিপি পরিচালিত কেন্দ্র থাকবে ২শ’ ১২টি এ সকল কেন্দ্রের তত্ত্¦ধানে থাকবেন ৫শ’ কর্মকর্তা।
সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন সুবিধা-অসুবধি তুলে ধরে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, বিএম হান্নান, ইকবাল হোসেন পাটওয়ারী, শহিদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, অধ্যাপক আহসানুজ্জামান মন্টু, মুনির চৌধুরী, শাহাদাত হোসেন শান্ত ও কাদের পলাশসহ উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ।
এ সময় সাংবাদিকরা শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি আরো ব্যাপক ভাবে প্রচার করার ওপর গুরুত্ব দেয়ার জন্য বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করেন।
যে গুলোর মধ্যে রয়েছে জেলার প্রতিটি মসজিদে ইমামদের মাধ্যমে প্রচার করা,প্রতিটি উপজেলায় নির্ধারিত তারিখের পূর্বে র্যালির মাধ্যমে মানুষকে জানান দেয়া,আরো ব্যাপক আকারে সাংবাদিকদের সাথে মত বিনিময় করাসহ আরো বেশ কিছু প্রস্তাব দেয়া হয় ।
প্রতিবেদক : আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ৭:১০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭,বুধবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur