শুক্রবার (২০ ডিসেম্বর) চাঁদপুরে আসছেন হেফাজত ইসলামের আমীর মুফতি আল্লামা শফি। চাঁদপুরের প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হচ্ছে ৩দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহা-সম্মেলন তিনি অংশ নিবেন।
আগামী ২০, ২১ ও ২২ ডিসেম্বর বুধ, বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিনদিন চাঁদপুরের ৪৪তম ঐতিহাসিক ইসলামী মহা-সম্মেলন ২০১৭ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের ন্যায় বৃহৎ এ মাহফিলের আয়োজন করেন স্থানিয় এন্তেজামিয়া কমিটি। ২২ ডিসেম্বর শুক্রবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল শেষ হবে।
২২ ডিসেম্বর সমাপনি দিন শুক্রবার জুমার নামাজের সময় মাঠে উপস্থিত থাকবেন এই ইসলামী মহা-সম্মেলনের প্রধান মেহমান বাংলাদেশের প্রখ্যাত আলেম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দাঃ বাঃ (মহা-পরিচালক, হাটহাজারী মাদরাসা চট্টগ্রাম)।
বেলা সাড়ে বারোটার সময় তিনি চট্টগ্রাম হতে হেলিকপ্টারে চাঁদপুর স্টেডিয়ামে অবতরন করবেন। সেখান থেকে সড়ক পথে সম্মেলন মাঠে উপস্থিত হবেন এবং জুম্মার নামাজে শরিক হয়ে দোয়া ও মুনাজাত করবেন। বাহাদুরপুর পীর সাহেব মাওলানা মবিন উদ্দিন আহমেদ নাওশীন মিয়ার সভাপতিত্বে মক্কা শরীফ,সৌদিআরব ও ভারতের দুইজন আলেমও তাশরিফ আনবেন। তারা হলেন ঃ- আওলাদে রাসূল (সাঃ) শাইখ নাছির বিল্লাহ মক্কি দাঃবাঃ মক্কা শরীফ,সৌদিআরব ও আওলাদে রাসূল (সাঃ) সায়্যিদ আশাহাদ মুরাদাবাদ,ভারত। বিশেষ মেহমান হিসেবে তারা ২১ ডিসেম্বরের মাহফিলে বক্তব্য রাখবেন।
এ ছাড়া দেশের শীর্ষ পর্যায়ের ধর্মীয় আলোচকদের মধ্যে যারা বক্তব্য রাখবেন প্রথম দিন ঃ বুধবার,২০ ডিসেম্বর আল্লামা আব্দুল আওয়াল পীর সাহেব (খতিব ডিআইটি জামে মসজিদ,নারায়নগঞ্জ),মাওলানা শফিউল্লা লাহুরী,হাফেজ-ক্বারী সাইদুল ইসলাম আসাদ-ঢাকা,মাওলানা নুরুল ইসলাম শরিফ (নোয়াখালী),মাওলানা জাফর আহম্মদ (মোহতামিম জাফরাবাদ এমদাদিয়া মাদরাসা), মাওলানা নুরুল আমিন জিহাদী(আল-করিম মাদরাসা,হাফেজ ফরিদ আহম্মদ (মধ্যশ্ররামদী কবরস্থান মাদরাসা),হাফেজ কবির আহমেদ (পুরাণবাজার জামে মসজিদ) ওহাফেজ মোঃ শহীদুল্লাহ (মাদরাসা শিক্ষক)।
দ্বিতীয় দিনঃ বৃহস্পতিবার ,২১ ডিসেম্বর -আল্লাম শাহ্ আব্দুল হালিম বোখারী(পটিয়া,চট্টগ্রাম),সৈয়দ ইছাহাক মোঃ আবুল খায়ের (সাহেবজাদা পীর সাহেব,চরমোনাই রঃ),মাওলানা আব্দুল মালেক ফয়েজী (বি-বাড়িয়া),মুফতি সিরাজুল ইসলাম মোহতামিম চাঁদপুর রেলওয়ে মাদানী দারুসুন্নাহ মাদরাসা),মাওলানা খাজা আহমদুল্লাহ(মোহতামেম জাফরাবাদ কাসেমুল উলুম মাদরাসা) ও হানজালা আহমদ পীরজাদা(বাহাদুরপুর)।
তৃতীয় দিন ঃ ২২ ডিসেম্বর শুক্রবার- আল্লাম শাহ্ সালাউদ্দিন পীর সাহেব নানুপুর (চট্টগ্রাম),মুফতি আবু সাঈদ পীর সাহেব(ফুছোঁয়া),মাওলানা হাবিবুর রহমান মেছবাহ্(কুয়াকাটা),মজিবুর রহমান হক্কানী(খলিফা আহমদ শফি দাঃবাঃ চট্টগ্রাম),মাওলানা মুফতি ইলিয়াস(মোফাচ্ছেরে কোরআন ঢাকা),মুহাম্মদ ইউনুছ আলী(চুয়াডাঙ্গা),মুফতি শাহাদাৎ হুসাইন কাসেমী(খতিব পুরাণবাজার জামে মসজিদ), মাওলানা ইলিয়াস ফরিদী(খতিব পুরাণবাজার ৫ নং ঘাট মসজিদ),মুফতি মাহবুবুর রহমান(খতিব ঐতিহাসিক চাঁদপুর বেগম জামে মসজিদ) ও মাওলানা বিএম মোস্তফা কামাল(ভাইস প্রিন্সিপাল ওসমানীয়া মাদরাসা)।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur