চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সেনা বাহিনীর (অবঃ) সিনিয়র ওয়ারেন্ট অফিসার নূরুল আলম মিজির (নূরু মিজি) ৩ দফা জানাজা ও সেনা বাহিনী কতৃক গার্ড আব অনার শেষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ছাড়াও পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, পশ্চিম বিঞ্চুদী বাইতুল আমান জামে মসজিদ কমিটির সাধারন সস্পাদক ও চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাসুদ রনির পিতা।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকায়, পরে কুমিল্লা ক্যান্টেনমেন্ট দ্বিতীয় জানাজা এবং বাদ যোহর মরহুমের নিজ বাড়ি চাঁদপুর শহরের পশ্চিম বিঞ্চুদী মাঝীবাড়ী এলাকার বালুর মাঠে তৃতীয় জানাজার নামাজ এবং সেনা বাহিনী কতৃক গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
নামাজে জানাযায় ইমামতি করেন মাওলানা নূরুর রহমান। জানাজার নামাজ পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারন সস্পাদক আবু নইম দুলাল পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারন সস্পাদক আমিনুল ইসলাম বাবুল, এড. রূহুল আমিন খান, সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল রশিদ সরদার, যুগ্ম-সস্পাদক এড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সস্পাদক শাহির হোসেন পাটওয়ারী, কাউন্সিলর বিল্লাল হোসেন মাঝী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক আক্তার হোসেন বাচ্ছু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির সুমন, জেলা যুবদলের সাধারন সস্পাদক আফযাল হোসেন বেপারী, ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির মহা-সচিব সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মো. সিরাজুল ইসলাম, জেলা কমিটির সভাপতি মাষ্টার ওয়ারেন্ট অফিসার (অবঃ) মো. জাহাঙ্গীর আলম, সহ-ভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মো. মিজানুর রহমান, মো. রফিকুল ইসলাম, সাধারন সস্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মো. ওয়াদুদ মিয়াজী, অর্থ সস্পাদক সার্জেন্ট (অবঃ) মো. জাহাঙ্গীর আলম, সহ-অর্থ সস্পাদক সার্জেন্ট (অবঃ) মো. আবু সুফিয়ান মিয়া, মো. মোজান্মেল হোসেন, সদর উপজেলা কমিটির সাধারন সস্পাদক সার্জেন্ট (অবঃ) মো. শফিকুল ইসলাম, কর্পোরাল (অবঃ) মো. ফারুক খান, মো. বজলু মিয়া, মো. আকমল হোসেন, সার্জেন্ট (অবঃ) মো. মোস্তফা কামাল, কর্পোরাল (অবঃ) মো. আউয়াল হোসেন, সৈনিক আবল হোসেন (লিটন) ও মো. মোতাহার হোসেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur