টি-টেন লিগের জমকালো ফাইনালে পাঞ্জাবি লিজেন্ডসকে হারিয়ে শিরোপা জিতেছে সাকিব-মরগানদের কেরালা কিংস।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১২১ রানের টার্গেট দেয় মিসবাহর পাঞ্জাবি লিজেন্ডস। জবাবে ব্যাট করতে নেমে পল স্টার্লিংয়ের ২৩ বলে ৫২ এবং অধিনায়ক ইয়ন মরগানের ২১ বলে ৬৩ রানের সুবাদে ১২ বল আর ৮ উইকেট হাতে রেখে টপকে যায় কেরালা। ফলে ব্যাটিংয়ে নামতে হয়নি সাকিব আল হাসানের।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন পাঞ্জাবি লিজেন্ডসের লুক রঞ্চি। ৩৪ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন এই কিউই ব্যাটসম্যান। এছাড়া ১৪ বলে ২৬ রান করেন শোয়েব মালিক। সাকিব ২ ওভারে দেন ৩১ রান।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪:৩৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭, সোমবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur