স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি অ্যাঞ্জেল মারিয়া ভিলারকে বহিষ্কার করে বিপদেই পড়তে যাচ্ছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেন। এই সভাপতির অভিযোগের প্রেক্ষিতে এবার দেশটির উপর তদন্ত শুরু করেছে ফিফা। তদন্তে অভিযোগ প্রমানীত হলে বহিষ্কার করা হবে স্পেনকে।
বহিষ্কার হওয়া সভাপতি ফিফাতে নালিশ করেছেন যে, স্পেন ফুটবল ফেডারেশনে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে। আর ফুটবল ফেডারেশনে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়টি ফিফা কঠোর হস্তে দমন করে থাকে। তাই যদি অভিযোগ প্রমানীত হয় তাহলে স্পেনকে রাশিয়া বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হবে।
একই রকম অভিযোগে নিষিদ্ধ হয়েছিল কুয়েত। এমনকি ২০১০ সালে তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন এই স্পেনকেও। তবে তখন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে তাদের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
কিছুদিন আগে পেরুরও একই অবস্থা হয়েছিল। তবে তাদের ভাগ্য ভালো ছিল যে প্রস্তাবটি পাশ হয়নি পেরুতে। (কালের কন্ঠ)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৬:০৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭, শনিবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur