চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্যম দিঘলদী গ্রামের হাসান নামে ১২ বছরের এক শিশুকে সদরঘাট থেকে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের এক মাস পর সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সদরঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে মতলব দক্ষিণ থানার এসআই শাহনূর। শিশুটি মধ্যম দিঘলদী গ্রামের প্রতিব›িদ্ব আনোয়ার হোসেন মল্লিকের ছেলে। সে দিঘলদী এমএ সাত্তার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, শিশুটি গত ২৯ অক্টোবর সকালে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী একটি মসজিদে আরবি পড়তে যাওয়ার পর নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজা-খুজি করে না পেয়ে শিশুর মা অঞ্জুমানা বেগম মতলব দক্ষিণ থানায় গত ৮ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-২৮০।
শিশুর মা আঞ্জুমা বেগম জানান, ছেলে হাসান নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর বাবা গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাট এলাকায় আট দিন যাবত খোঁজতে থাকেন। সেখানে স্থানীয় টোকাইদের দেয়া তথ্যানুযায়ী হাসানের সন্ধান পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশকে সংবাদ দেয়। পরে থানার এস আই শাহানুর উদ্ধারকৃত শিশু হাসানকে থানায় নিয়ে আসে এবং তার পরিবারের হাতে হস্তান্তর করে।
মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur