চাঁদপুর প্রেসক্লাবের নিচতলায় দু’দিনব্যাপি সিঙ্গার ফার্নিচার মেলা মঙ্গলবার সকাল ১০টায় উদ্বোধন হয়েছে। ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, বিএম হান্নান, সিঙ্গার কোম্পানির এরিয়া ম্যানেজার মো. রাজীব চৌধুরী, ডিস্ট্রিক্ট ম্যানেজার আরিফুল ইসলাম চৌধুরী, চাঁদপুর ব্যাঞ্চ ম্যানেজার ইমরান হোসেন প্রমূখ।
৫ ও ৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য মেলার স্টলগুলো উন্মুক্ত থাকবে। মেলায় ঘর সাজানোর জন্য নিত্য প্রয়োজনীয় সিঙ্গার কোম্পানির বিভিন্ন আসবাপত্র পাওয়া যাবে।
মেলায় ফার্নিচারের উপর ২০% পর্যন্ত ডিসকাউন্ট ও ডাউন পেমেন্টের উপর ১৫% ডিসকাউন্ট এবং কিস্তির ক্ষেত্রে ৬মাস পর্যন্ত কোন সুদ নেয়া হবে না।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur