লেবাননের শিল্পী আমাল হিজাজী আরব দুনিয়ার জনপ্রিয় পপ তারকাদের একজন। গত সেপ্টেম্বরে আমাল হিজাজী ঘোষণা দিয়েছিলেন তিনি সঙ্গীত জগৎ থেকে অবসরে যাচ্ছেন। আমাল এও বলেছিলেন, আল্লাহ তার প্রার্থনায় সাড়া দিয়েছেন। তিনি ইসলামের মধ্যেই তার সুখ-শান্তি খুঁজে পেয়েছেন।
আমাল হিজাজী যখন তার গান-বাজনা ছেড়ে পুরোপুরি ইসলামী অনুশাসন মেনে জীবন-যাপন শুরু করলেন, তার ভক্তরা অবাক হয়েছিলেন তখন। কিন্তু তিন মাসের মাথায় তিনি আবার ফিরে এসেছেন গানের জগতে। তবে একেবারে নতুন রূপে এবং ভিন্ন ধরনের গান নিয়ে। নবী মুহাম্মদের (স.) জন্মবার্ষিকীতে তাকে নিয়েই একটি গান গেয়েছেন তিনি।
মহানবীকে নিয়ে আমাল হিজাজী যে গানটি গেয়েছেন, সেটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ইতোমধ্যে ৮০ লাখ ভক্ত তার এই গানটি শুনেছেন এবং আড়াই লাখের বেশি মানুষ এটি শেয়ার করেছেন।
২০০২ সালে আমাল হিজাজীর অ্যালবাম ‘জামান’ বাজারে আসে। এটিকে বিবেচনা করা হয় আরবি পপ সংগীতের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। গত সেপ্টেম্বরে আমাল হিজাজী তার এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন- তিনি সংগীতের জগত ছেড়ে যাচ্ছেন।
তখন তিনি হিজাব পরিহিত তার একটি ছবিও পোস্ট করেন। এতে তিনি লেখেন- ‘যে শিল্প আমি ভালোবাসি এবং যে ধর্মের নৈকট্যকে আমি লালন করি, এ দুটি নিয়ে আমাকে অনেক দিন ধরেই বোঝাপড়া করতে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমার প্রার্থনায় সাড়া দিয়েছেন।’
নিউজ ডেস্ক:
আপডেট, বাংলাদেশ সময় ৬:২০ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৭, রোববার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur