Home / জাতীয় / রাজনীতি / সত্য বলার জন্যে তারেক রহমানের প্রচারণা বন্ধ : খালেদা জিয়া
সত্য বলার জন্যে তারেক রহমানের প্রচারণা বন্ধ
ফাইল ছবি

সত্য বলার জন্যে তারেক রহমানের প্রচারণা বন্ধ : খালেদা জিয়া

সত্য কথা বলার জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানের প্রচারণা বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (২ ডিসেম্বর) রাত সোয় ৯টায় রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের ওপর তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করে খালেদা জিয়া একথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ। বাংলাদেশের মানুষ সব সময় জিয়াউর রহমান এবং তাঁর পরিবারকে ভালোবাসত। সেই রক্তই তারেক রহমানের গায়ে, সেই রক্তই আরাফাত রহমানের গায়ে। তারা নিজে কিছু পাওয়ার জন্য নয়, দেশের মানুষকে কিছু দেওয়ার জন্য, দেশের সম্মান বৃদ্ধির জন্য তারেক এখনো চিকিৎসাধীন লন্ডনে। কিন্তু তারপরও বাংলাদেশ থেকে যে যখন যায় তার সঙ্গে দেখা হয়, খুশি হয়। নেতাকর্মীদের সঙ্গে, বড় বড় অন্য কেউ এলে দেখা হয় এবং তিনি সেটা এদেশ সম্পর্কে জানতে চান।’

খালেদা জিয়া আরো বলেন, ‘তিনি (তারেক রহমান) মাঝে মাঝে যে বক্তব্যগুলি দেন, সে বক্তব্য থেকে আপনারা বুঝতে পারেন যে তারেক রহমান কতটুকু সত্য কথা বলছে। তার এই সত্য কথার জন্য আজকে এই গভর্নমেন্ট, সত্য কথাগুলি যাতে প্রচার না হয় সেজন্য তাঁর প্রচারণা বন্ধ করে দিয়েছে, আপনারা দেখেছেন। কাজেই বুঝতে পারছেন যে তারা তারেক রহমানের ওপরে তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। কতগুলা পত্রিকা আছে যারা অন্যায়ভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে তারেক রহমানের নামে। কিন্তু তারেক রহমান নয়, তারাই নিজেরা নিজেদের চরিত্রটা একটু বিশ্লেষণ করে দেখবেন, তারা কী জিনিস?’

বিএনপি নেত্রী আরো বলেন, ‘তারেক জিয়াউর রহমানের ছেলে, আমার ছেলে—কাজেই তারেক রহমান দেশ ও মানুষের জন্য। তাঁর কিছু পাওয়ার নাই। কিছু দিবারও আছে মানুষের জন্য এবং সেভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা সকলেই তাঁর জন্য দোয়া করবেন, যাতে সে সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের মাঝে, আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারে।’

মোড়ক উন্মোচন করা তিন বই

১. মাহাবুবুর রহমান সম্পাদিত ‘তারেক রহমান ও বাংলাদেশ’। এর প্রকাশক পারভেজ মল্লিক। ২. এম সাইফুর রহমানের লেখা ‘তারেক রহমানের রাজনীতি ও রাষ্ট্রভাবনা’। প্রকাশক হাবিবুর রহমান চাকলাদার (অপু)। ৩. ভিপি সাইফুল ইসলাম সম্পাদিত ‘দীপ্তিমান দেশনায়ক’। প্রকাশক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বগুড়া জেলা শাখা।

বার্তা কক্ষ
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৪৫ এএম, ০৩ ডিসেম্বর ২০১৭, রোববার
এইউ