Home / আন্তর্জাতিক / রাশিয়ার হামলায় সিরিয়ায় ৫৩ বেসামরিক নাগরিক নিহত
রাশিয়ার হামলায় সিরিয়ায় ৫৩ বেসামরিক নাগরিক নিহত
প্রতীকী

রাশিয়ার হামলায় সিরিয়ায় ৫৩ বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলের আল-সাফাহর একটি গ্রামে রাশিয়ান বিমান হামলায় অন্তত ৫৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ শিশু রয়েছে। দেশটির মানবাধিকার কর্মীরা এ তথ্য জানিয়েছেন।

সিরিয়ার রাজধানী দামেস্কের ঘোতা জেলার পূর্বাঞ্চলে বিমান হামলার ঘটনাটি ঘটে। দেশটির সরকারি বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারে হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা একটি গ্রামে হামলাটি চালানো হয়।

২৬ নভেম্বর স্থানীয় সময় রোববার সকালে দেইর আল জোর প্রদেশে হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিক অবস্থায় নিহতের সংখ্যা ৩৪ জন বলে জানানো হয়।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, হামলায় আল শাফা গ্রামে বেসামরিক নাগরিকদের আবাসিক ভবনে আঘাত হানে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছে বলে জানান তিনি।

তবে এ ব্যাপারে রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১১ : ৪৫ এএম, ২৭ নভেম্বর, ২০১৭ সোমবার
এইউ

Leave a Reply