Home / চাঁদপুর / চাঁদপুরে রসমালাই খেয়ে একই পরিবারের ৪ শিশু হাসপাতালে
Chandpur General Hospital
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ফাইল ছবি

চাঁদপুরে রসমালাই খেয়ে একই পরিবারের ৪ শিশু হাসপাতালে

চাঁদপুর পুরান বাজার পশ্চিম জাফরাবাদে রসমালাই খেয়ে একই পরিবারের ৪ শিশু অসুস্থ হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) রোববার সকালে তারা পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়লে দুপুরের দিকে পরিবারের লোকজন তাদেরকে হাসপাতালে এনে ভর্তি করায়।

অসুস্থ হয়ে পড়া ওই ৪ শিশু পশ্চিম জাফরাবাজ গ্রামের আঃ আজিজ মীরের ছেলে শামীম মীর (১৫), আমিন মীর (১৩), মমিন মীর (১১) ও সাব্বির মীর (৯)। তারা প্রত্যেকে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলার শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

তাদের পিতা আঃ আজিজ মীর জানায়, শনিবার সন্ধ্যারাতে তিনি তার ছেলেদের জন্য বাজার থেকে ১ কেজি রসমালাই ক্রয় করে বাড়িতে নিয়ে যান। পরেরদিন রোববার সকালে তারা ওই রসমালাই দিয়ে নাস্তা করেন।

আজিজ মীরের স্ত্রী ফরিদা বেগম জানায়, সকালে তারা সবাই পাউরুটি এবং রসমালাই দিয়ে নাস্তা করে সবাই যার যার কাজে চলে যায়। এদের মধ্যে তার ছোট ছেলে সাব্বির স্কুল থেকে ফিরে এসে তাকে বোমি বোমি ভাবের কথা বলেন। একথা বলার সাথে সাথেই সে বমি ও পেটে পীড়া অনুভব করে।

একইভাবে সবাই পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে এনে ভর্তি করানো হয়।

কবির হোসেন মিজি
: পডেট, বাংলাদেশ ০৬ : ০৩ পিএম, ১৯ নভেম্বর, ২০১৭ রোববার
ডিএইচ

Leave a Reply