Home / জাতীয় / রাজনীতি / শিক্ষামন্ত্রীর বিএসএমএমইউ পরিদর্শন
Dipu-Moni
ডা. দীপু মনি (ফাইল ছবি)

শিক্ষামন্ত্রীর বিএসএমএমইউ পরিদর্শন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিদর্শন করেছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার সকালে তিনি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান। প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রীক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া।

এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও কর্মকর্তাদের পক্ষ থেকেও শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়। (যুগান্তর)

বার্তা কক্ষ
২৪ জানুয়ারি,২০১৯

Leave a Reply