ফরিদগঞ্জে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তানিয়া আক্তার(১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু । সোমবার (১৪ নভেম্বর) রাতে হয়েছে উপজেলার সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনে ঘটে।
মঙ্গলবার (১৫ নভেম্বর ) তাকে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান চাঁদপুর টাইমসকে জানান, ‘ লক্ষ্মীপুর গ্রামের পুরাণ বাড়ির মাও.আব্দুল গফুরের মেয়ে তানিয়া আক্তার আমাদের বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিলো। জেএসসিতে সর্বশেষ সে গণিত পরীক্ষায় অংশগ্রহণ করে। সন্ধ্যায় ডাক্তার দেখিয়ে বাড়িতে নিয়ে আসার পর নিজ বাড়িতে তানিয়া আক্তার মৃত্যু বরণ করে। এক সপ্তাহের টাইফয়েড জ্বরে সে এভাবে মৃত্যুরকোলে ঢলে পড়বে তা আমরা মানতেই পারছিনা।’
তার মৃত্যুতে বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। জ¦রে আক্রন্ত হয়ে ৮ম শ্রেণি পড়–য়া শিক্ষার্থীরর মৃত্যুতে পরিবার, বিদ্যালয়ের সহপাঠি, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদক :আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ পিএম,১৫ নভেম্বর ২০১৭,মঙ্গরবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur