মেঘনা নদীর নৌ-চ্যানেল খনন কাজের জন্যে বন্ধ থাকা চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিস ২৪ ঘন্টা পর আবার সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৩টা শুরু থেকে হয়েছে।
ফেরি সার্ভিসের চাঁদপুর হরিণা ঘাট থেকে যানবাহন নিয়ে আলু বাজার ঘাটের উদ্দেশ্যে ফেরি কুসুম কলি ছেড়ে যায়। কেতকি ও কস্তুরি নামের বাকি দ’ুটি ফেরিও পর পর ছেড়ে যাবে বলে দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন।
চাঁদপুর বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও বিকাল ৩টার মধ্যে ফেরি চালু করা হয়েছে। এখনও খনন কাজ করা হচ্ছে। তবে ফেরি চলাচলে কোনো বিঘœ ঘটবে না।’
এর পূর্বে রোববার (১২ নভেম্বর) বিকাল ৪টায় চাঁদপুর-শরীয়তপুর নৌ-চ্যানেলের শরীয়তপুর অংশে খনন কাজ নির্বিঘেœ করার জন্যে বিআইডাব্লিউটিএ এবং বিআইডাব্লিউটিসি’র প্রকৌশলী শাখা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ফেরি সার্ভিস বন্ধ করা হয়।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৬:২০ পিএম, ১৩ নভেম্বর ২০১৭,সোমবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur