হাজীগঞ্জে অজ্ঞাত নবজাতক এক ছেলে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ৫নং সদর ইউনিয়নের স্থানীয় মাতৈন দীঘিরপাড় নামকস্থান থেকে মৃহদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, নবজাতক শিশুটিকে গর্ভপাত করে এখানে ফেলে দেয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে দীঘিরপাড় নামকস্থানে নবজাতক শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় অবহিত করা হয়। পরে উপ-পরিদর্শক কামাল হোসেন ও হাসান শিশুটির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতেই নবজাতক শিশুটির জন্ম হয়েছে।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ ১০ : ০৩ এএম, ১১ নভেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur