চাঁদপুরে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরের সফল অস্ত্রপ্রচার হয়েছে। গত শনিবার ঢাকার স্কয়ার হাসপাতালে তাঁর এই অস্ত্রপচার হয়েছে বলে পরিবার সূত্রে জানগেছে।
উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের পিএস মোঃ জহিরুল ইসলাম জানান, সম্প্রতি তিনি পিত্তথলিতে পাথর জনিত রোগে পাথর জনিতে রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়। শনিবার অস্ত্রপচার করা হয়। বর্তমানে তিনি মোটামুটি সুস্থ্য রয়েছেন।
আশা করা যায় আগামী ৭-৮ দিন পর কচুয়ায় ফিরবেন। এদিকে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির অসুস্থ্য হওয়ার পর তার কর্মী, ভক্ত ও সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সুস্থতা কামনা করে স্ট্যাটাস দেয় এবং কোথাও কোথাও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ 10 : ০৩ পিএম, ৭ নভেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur