চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজাহান শিশির ও সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিনের সুস্থ্যতা কামনা করে দোয়া, মিলাদ মাহ্ফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সাচার ডিগ্রি কলেজ মিলনায়তনে ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল মাহমুদের পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ মহসীন কবীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের অধ্যাপক মোঃ আবু ইউসুফ সরকার (পবন), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলীম কবীর, ইউপি সদস্য মনির হোসেন মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন রাজু।
বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা নাঈম প্রধান, প্রদীপ সরকার, সাইফুল ইসলাম প্রমুখ।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির ও কলেজের অধ্যক্ষ নুরুল আমিনের দ্রুত সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন সাচার পুলিশ ফাঁড়ি জামে মসজিদের ইমাম মোঃ দেলোয়ার হোসেন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ ৯:৪৩ পিএম, ৩১ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur