ডাকাতের গুলিতে সোহেল রানা (২২) নামের এক কলেজ ছাত্র আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে ডান পায়ের উরু থেকে অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করা হয়। বর্তমানে সোহেল আশঙ্কামুকক্ত হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
সোহেল রানা শরীয়তপুর জেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের মান্দারতলী গ্রামের বকাউল বাড়ির আমির হোসেন বকাউলের ছেলে। সে সখিপুর শরীয়ত উল্লাহ ডিগ্রি কলেজের ছাত্র।
আহতের পিতা আমির হোসেন বকাউল জানায়, রাত প্রায় সাড়ে ৩টার দিকে ১০-১৫ জনের একদল ডাকাত বাড়িতে হামলা করে। পরে ডাকাতরা ভেতর থেকে দরজা খোলার জন্য বলতে থাকে। দরজা না খোলায় ডাকাতরা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরে থাকা সকলকে মারতে থাকে। পরে আমি কৌশলে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে গ্রামবাসীকে বিষয়টি অবহিত করতে চলে যাই।
তিনি আরো জানায়, এ সময় ডাকাতরা ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণ ও ২টি কম্বলসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
পরে গ্রামবাসীরা ডাকাতদের ধরার উদ্দেশ্যে আসলে তারা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সোহেল রানা পেছন থেকে এক ডাকাতকে ঝাপটে ধরার চেষ্টা করে। এসময় ডাকাত সদস্য সোহেলের পায়ে গুলি করে পালিয়ে যায়।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ১ : ১৫ পিএম, ৩১ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
এইউ