চাঁদপুরের কচুয়ায় মাদকাসক্ত এক পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুত্রকে প্রশাসনের হাতে তুলে দিলেন হতভাগা বাবা-মা। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের দোয়াটি সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
বখাটে যুবক মিঠু সরকার (২৫) ওই গ্রামের নারায়ন সরকারের পুত্র।
স্থানীয়রা জানিয়েছে, যুবক মিঠু সরকার বেশ কয়েক বছর যাবৎ মরণ নেশা মাদকাসক্তে জড়িয়ে পড়ে। ইতিপূর্বে তার বাবা-মা সহায় সম্পত্তি বিক্রি করে মিঠুকে দু’বার মাদক নিরাময় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে। সেখানে কিছু দিন চিকিৎসা নেয়ার পর বাড়িতে ফিরে এসে মিঠু পুনরায় মাদকাসক্তে জড়িয়ে পড়ে।
সম্প্রতি সে মাদকের টাকা না পেয়ে তার বাবা-মাকে বেধম মারধর শুরু করে। এক পর্যায়ে তার বাবা-মা নিরুপায় হয়ে বুধবার স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন সোহাগকে জানানো হয়।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ পাঠিয়ে মাদকাসক্ত যুবক মিঠুকে পালাখাল বাজারস্থ ইউপি কার্যালয়ে নিয়ে আসে।
এসময় মিঠুর বাবা-মা পুত্রের হাতে অতিষ্ঠ হওয়ার বর্ণনা দেন ইউপি চেয়ারম্যানের কাছে। পরে ইউপি চেয়ারম্যান উপজেলা প্রশাসনকে খবর দিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত যুবক মিঠু সরকারকে ৭ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এ রায় প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে। পরে কচুয়া থানা পুলিশ ৭ মাসের কারাদন্ড প্রাপ্ত যুবক মিঠু সরকারকে চাঁদপুরের জেল হাজতে প্রেরণ করেন।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১১:৫৩ পিএম, ২৫ অক্টোবর, ২০১৭ বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur