Home / চাঁদপুর / চাঁদপুরে প্রাথমিক ও ইবদেতদায়ী সমাপনী পরীক্ষার প্রস্তুতি সভা
DC Office Chandpur..

চাঁদপুরে প্রাথমিক ও ইবদেতদায়ী সমাপনী পরীক্ষার প্রস্তুতি সভা

চাঁদপুরে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা বুধবার (২৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, আগামী ১৯ নভেম্বর থেকে সারাদেশে একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ২৬ নভেম্বর এ পরীক্ষা শেষ হবে।এবার চাঁদপুর জেলায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা মোট ১শ’৫৫টি কেন্দ্রে ৫৪ হাজার ৭শ’৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা হতে পারে সেদিকে সকলের লক্ষ্য রাখতে হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আই সিটি) মোহাম্মদ শওকত ওসমান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির উদ্দিন ,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম,কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো: ইকবাল মনসুর ,হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম ,বেলায়েত হোসেন, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, ওসমানিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ তাজুল ইসলাম ও বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জসিম উদ্দিনপ্রমুখ।

সভায় পরীক্ষার নানা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ ১১:৩৩ পিএম, ২৫ অক্টোবর, ২০১৭ বুধবার
ডিএইচ

Leave a Reply