পৃথিবীর সব থেকে ঠান্ডার দেশ হল অ্যান্টার্কটিকা। সারা বছরই সূর্যের টিকিই দেখতে পাওয়া যায় না এই দেশে। অ্যান্টার্কটিকার তাপমাত্রা এতই কম যে, সেখানে কোনো মানুষ বসবাস করতে পারে না।
স্বাভাবিক অবস্থায় এখানকার তাপমাত্রা থাকে মাইনাস ৮৩ ডিগ্রির নিচে।
শীতল রক্তবিশিষ্ট প্রাণীদের ক্ষেত্রেও এ তাপমাত্রায় বসবাস করাটা দুরূহ। বছরের সব কয়টি মাসই এ অঞ্চলটি বরফে ঢাকা থাকে। হঠাৎ করে দেখলে মনে হবে যেন বরফের চাদরে ঢেকে দেওয়া হয়েছে গোটা অঞ্চলটিকে, যেদিকে তাকাবেন শুধু সাদা আর সাদা।
এখন পর্যন্ত এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৮৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
১৯৫৯ সালে ১২টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়; যাতে বর্তমানে ৪৬টি দেশ স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকায় সামরিক কর্মকান্ড এবং খনিজ সম্পদ খনন নিষিদ্ধ, বৈজ্ঞানিক গবেষণাকে সহায়তা এবং মহাদেশটির ইকোজোন সুরক্ষিত করা হয়েছে। বিভিন্ন দেশের ৪ হাজার-এরও বেশি বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় বিভিন্ন বিষয়ে গবেষণায় নিয়োজিত রয়েছেন।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১:০৩ এএম, ২১ অক্টোবর, ২০১৭ শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur