চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হওয়া ঘটনা ঘটে। বুধবার (১৮ অক্টেবার) বিকেলে চাঁদপুর থেকে লাকসামের উদ্দেশ্যে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেসের বাকিলা রেলক্রসিং এর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিন ইউনিয়নের নোয়াহাটা হাওলাদার বাড়ির তৈয়ব আলীর ছেলে মো. আরিফ হোসেন (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ কৈয়ারপোলে একটি চায়ের দোকানে চা-পানি প্রাণ করে রেললাইনের দিকে হেটে যায়। সাগরিকা এক্সপ্রেস ট্রেনটির সামনে পড়ে আতœহত্যা ঘটনা ঘটতে পারে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন ঘটনাস্থলে পৌচে লাশ উদ্ধারের ব্যবস্থা করেন।
জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ ০৩:০৩ পিএম, ১৮ অক্টোবর, ২০১৭ বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur