প্রিয় পাঠক আমাদের মথ্যে অনেকেই আছেন পেটে একদমই কথা থাকে না। অনেকে আবার গোপন কথা অন্যের সঙ্গে শেয়ার করে, পরে আক্ষেপ করেন।
তাই সবারই এ বিষয়ে স্পষ্ট ধারণা থাকা উচিত যে, কোন বিষয়টা অন্যের সঙ্গে শেয়ার করবো, আর কোনটা করবো না। বিপদে পড়তে না চাইলে আসুন জেনে নিই, কোন কোন বিষয় কখনই কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়-
১. নিজের ভবিষ্যৎ বিষযে কী কী পরিকল্পনা করেছেন আপনি- এটা কারও সঙ্গে শেয়ার করবেন না।
২. নিজের জীবনের একান্ত ব্যক্তিগত বিষয় কারও সঙ্গে আলোচনা করা উচিত নয়।
৩. আপনি হয়তো অন্যের উপকার করতে পছন্দ করেন ও বিপদে মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এ বিষয়টি কাউকে আগ বাড়িয়ে বলার দরকার নেই- কারণ সুযোগসন্ধানীরা এর সুযোগ নিতে পারে।
৪. প্রত্যেক পরিবারেই কিছু না কিছু সমস্যা রয়েছে। তাই অন্দরমহলের জটিলতা নিয়ে কখনও অন্যের সঙ্গে আলোচনা করতে যাবেন না।
৫. একইভাবে নিজের দাম্পত্য জীবনের রোজকার ছোটখাটো ঝামেলা অন্যের সঙ্গে শেয়ার না করা ভালো। এতে হিতে-বিপরীত হতে পারে।
৬. আপনার জীবনযাত্রার যে কোনো পরিবর্তন- যেমন ধরুন আপনার বেড়েছে- এমন সব বিষয় পরিবারের লোক ছাড়া কাউকে জানাবেন না।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ০৩:০৩ পিএম, ১৮ অক্টোবর, ২০১৭ বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur