কচুয়ায় গুণগত শিক্ষার মানোন্নয়ন ও ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে সোমবার (১৬ অক্টোবর ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এ সভার অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.সাইদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.আহসানুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ।
বক্তব্য রাখেন আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম পাটোয়ারী, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটোয়ারী, প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস ও রাগদৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস প্রমুখ।
এসময় বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান,স্ব স্ব বিদ্যালয়ের গণিত ও ইংরেজি বিষয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ ১১:৫৯ পিএম, ১৬ অক্টোবর, ২০১৭ সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur