পরিবারের অসাবধানতায় গরম ডালে ঝলসে গেছে দু’শিশুর শরীর। রোববার (১৫ অক্টোবর) রোববার রাতে চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ আলীম পাড়ার ফাতেমা মঞ্জিলের ২য় তলায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দু’ শিশুরা হলেন চাঁদপুর সদরের বাগাদী গ্রামের জাহাঙ্গীর আলমের শিশুকন্যা রিমা আক্তার (৪) ও তার ফুফাতো বোন ফরিদগঞ্জের চান্দ্রা সকদি রামপুর গ্রামের সাইফুল ইসলাম তহশীলদারের ৪ বছর বয়সী শিশুকন্যা ঝুমুর আক্তার।
বর্তমানে তারা দু’জন গুরুতর আহত হয়ে বর্তমানে আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিশু রিমের মাতা রেহেনা বেগম জানায়,আলীম পাড়ার হক সারের বাসার ২য় তলায় ফ্ল্যাটে ভাড়া থাকেন। আহত ঝুমুর তার ভাইয়ের মেয়ে রোববার সকালে তার মায়ের সাথে ভাতিজি ঝুমুর আক্তার তাদের বাসায় বেড়াতে আসেন। প্রতিদিনের মতো তিনি রাতের খাবার রান্না করে ঠান্ডা করার জন্যে ঘরের ডাইনিং টেবিলে রাখেন।
ওইসময় তার মেয়ে ওই টেবিলের কাছে খেলা করছিল। তিনি তখন সংসারের অন্য কাজে ব্যস্ত ছিলেন।
এরফাঁকে তার ভাইয়ের মেয়ে ঝুমুর এসে ওই ডাইনিং টেবিলের একপাশে চাপ দিলে টেবিলে থাকা গরম ডাল তাদের দু’জনের শরীরে পড়ে। পরে তিনি তাদের চিৎকার শুনে এগিয়ে আসেন। এতে তারা দু’জন গুরুতর ভাবে আহত হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের দু’জনকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করান।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
আপডেট,বাংলাদেশ সময় ৮:১০ পিএম, ১৭ অক্টোবর ২০১৭,রোবাবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur