চাঁদপুর সদর শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষক-কর্মচারীর একদিনের বেতন জেলা ভিক্ষুকমুক্ত করণের ফান্ডে জমা দেওয়া হয়েছে ।
রোববার (১৫ অক্টোবর ) দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের নিকট তুলে দেয়া হয়।
উক্ত কলেজের শিক্ষক-কর্মচারীর একদিনের বেতনের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী, কলেজ অধ্যক্ষ মোঃ হারুন -অর রশিদ ও গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি গোলাম সারোয়ার ।
এ সময় জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ।
তিনি জাানন, ‘এ কাজে আমরা ব্যাপক সাড়া পেয়েছি । এ পর্যন্ত জেলা ভিক্ষুকমুক্ত করণের ফান্ডে প্রায় ৯৭ লাখ টাকা জমা পড়েছে। তিনি আশা করছেন যেসব প্রতিষ্ঠানগুলো এখনো জমা দেননি, তারাও দ্রুত এগিয়ে আসবেন । অত্যন্ত সচ্ছ প্রক্রিয়ায় এ কাজটি করা হচ্ছে । তাই কোনোভাবেই নগদ টাকা নেওয়া হয় না । সরাসরি ফান্ডে(একাউন্টে ) জমা দেওয়া-নেয়া হয় ।
কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী বলেন, চাঁদপুর জেলাকে ভিক্ষুকমুক্ত করণে জেলা প্রশাসক মহোদয়ের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই । এটি একটি চমৎকার উদ্যোগ । এ ব্যাপারে আমাদের তরফ থেকে জেলা প্রশাসনকে সবধরণের সহযোগিতা করা হবে ।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ০৪:০৩ পিএম, ১৫ অক্টোবর, ২০১৭ রোববার
ডিএইচ