Home / চাঁদপুর / ভিক্ষুকমুক্ত করণে শাহতলী কলেজ শিক্ষকদের একদিনের বেতন জমা
ভিক্ষুকমুক্ত করণে শাহতলী কলেজ শিক্ষকদের একদিনের বেতন জমা

ভিক্ষুকমুক্ত করণে শাহতলী কলেজ শিক্ষকদের একদিনের বেতন জমা

চাঁদপুর সদর শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষক-কর্মচারীর একদিনের বেতন জেলা ভিক্ষুকমুক্ত করণের ফান্ডে জমা দেওয়া হয়েছে ।

রোববার (১৫ অক্টোবর ) দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের নিকট তুলে দেয়া হয়।

উক্ত কলেজের শিক্ষক-কর্মচারীর একদিনের বেতনের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী, কলেজ অধ্যক্ষ মোঃ হারুন -অর রশিদ ও গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি গোলাম সারোয়ার ।

এ সময় জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ।

তিনি জাানন, ‘এ কাজে আমরা ব্যাপক সাড়া পেয়েছি । এ পর্যন্ত জেলা ভিক্ষুকমুক্ত করণের ফান্ডে প্রায় ৯৭ লাখ টাকা জমা পড়েছে। তিনি আশা করছেন যেসব প্রতিষ্ঠানগুলো এখনো জমা দেননি, তারাও দ্রুত এগিয়ে আসবেন । অত্যন্ত সচ্ছ প্রক্রিয়ায় এ কাজটি করা হচ্ছে । তাই কোনোভাবেই নগদ টাকা নেওয়া হয় না । সরাসরি ফান্ডে(একাউন্টে ) জমা দেওয়া-নেয়া হয় ।

কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী বলেন, চাঁদপুর জেলাকে ভিক্ষুকমুক্ত করণে জেলা প্রশাসক মহোদয়ের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই । এটি একটি চমৎকার উদ্যোগ । এ ব্যাপারে আমাদের তরফ থেকে জেলা প্রশাসনকে সবধরণের সহযোগিতা করা হবে ।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ০৪:০৩ পিএম, ১৫ অক্টোবর, ২০১৭ রোববার
ডিএইচ

Leave a Reply