Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে মা-বাবার সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
Sucide
প্রতীকী ছবি

মতলবে মা-বাবার সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

চাঁদপুরের মতলব দক্ষিনে বাবা ও মায়ের সাথে অভিমান করে ইসমাইল হোসেন (১৭) নামক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (৯ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ৯ টায় নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে ওই যুবক আত্মহত্যার করে।

মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করে। সে উপজেলা নারায়নপুর ইউনিয়নের বারিগাঁও গ্রামের সোনা মিয়া প্রধানে ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে ইসমাইল হোসেন তার বাবা ও মায়ের কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে সে আত্মহত্যার করে। তার মা ইসমাইল হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার দেয়। ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে দেখতে পায় ইসমাইল হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ইসমাইল হোসেন রং মিস্ত্রীর কাজ করতো। তার বাবা একজন ভ্যান চালক। সে তার বাবা মায়ের কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করে।

মতলব দক্ষিণ থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোঃ অলি উদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ ১১:০৩ পিএম, ০৯ অক্টোবর, ২০১৭ সোমবার
ডিএইচ

Leave a Reply