প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ‘জোরপূর্বক গৃহবন্দি, ছুটিতে যেতে বাধ্য করা, বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপের’ প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে চাঁদপুর আইনজীবীদের একাংশ।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর আদালত প্রাঙনে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা আইনজীবী সতিমির সাবেক সাধারণ সম্পারণ সম্পাদক অ্যাড. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল হোসেন রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিমিতির সাবকে সভাপতি অ্যাড. সেলিম আকবর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া।
এসময় অ্যাড. জাহাঙ্গির হোসেন খান, অ্যাড. মাসুদ প্রধানীয়া, অ্যাড. সাইফুল ইসলাম, অ্যাড. এনামুল হক, অ্যাড. ইয়াসিন ইকরাম সহ চাঁদপুর জেলার অন্যান সচেতন আইনজীবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ০৫:০৩ পিএম, ০৯ অক্টোবর, ২০১৭ সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur