চাঁদপুর শহরের ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। ( ইন্নি…….রাজেউন)
শুক্রবার (২৩ নভেম্বর) ভোরে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
পরে দুপুরে তার লাশ চাঁদপুর ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পে নিজ এলাকায় আনার পর বিকেলে আশ্রয় প্রকল্প এলাকার আল আমিন একাডেমি মাঠে নিহতের লাশে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে গার্ড অনার করা হয়। গার্ড অনার করেন চাঁদপুর মডেল থানা পুলিশ।
সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী ভূমি) অমিত চক্রবর্তী, চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত হারুনুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার রবিউল হোসেন, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিস সহকারী সুমন সরকার জয়, নিহতের জামাতা হারুন বেপারীসহ স্থানীয় এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।
গার্ড অনার শেষে নামাজে জানাজায় ইমামতি করেন ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্প আল আমিন মাদ্রাসা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইসমাইল হোসেন।জানাজা শেষে চাঁদপুর বাস স্ট্রান্ট পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
প্রতিবেদক: কবির হোসেন মিজি
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur