অপছন্দের তালিকাটা নেহাত ছোট নয়। এমন অনেক কাজই পুরুষরা করে থাকেন যা নারীরা মোটেও পছন্দ করতে পারেন না। কিন্তু তা সত্ত্বেও এমন কাজ হরহামেশায় করে যান পুরেষেরা। কারণ মনোবিদরা বলছেন এই ধরনের কাজ থেকে নিজেদের নাকি কোনোভাবেই বিরত করতে পারেন না পুরুষ। তাহলে জেনে নেয়া যাক কি এমন কাজ যার থেকে পুরুষেরা বিরত থাকতে পারেন না?
১। আবেগঘন মুহূর্তে জরুরি ফোনকল রিসিভ করার অভ্যাস। সময়জ্ঞান ভুলে ঘণ্টার পর ঘণ্টার কথা বলে যাওয়া।
২। মেসেজ করার সময়ে তাড়াহুড়া করা। ফলত একাধিক অক্ষর টাইপে উঠে আসে। এমন কাজগুলো অপছন্দ প্রায় প্রতিটি নারীরই।
৩। অনেক লম্বা মেসেজের পরে তুলনামূলক সংক্ষিপ্ত উত্তর দেন অধিকাংশ পুরুষ। যা দেখলেই নারীদের মাথার পারদ চড়ে যায়।
৪। কোনো রোম্যান্টিক মেসেজের পড়ে পুরুষরা রিপ্লাই করেন স্মাইলি বা থামস্ আপ দিয়ে।
৫। মহিলাদের ফ্যাশন এবং খাওয়া-দাওয়া বা তাদের আচরণ নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য, যা হামেশাই এমন অপছন্দের কাজগুলো করে থাকেন পুরুষেরা।
৬। নিরালা, নিভৃতে নরম ব্যবহার এবং বন্ধুদের সামনে একটু কর্তৃত্বপূর্ণ ব্যবহার করে থাকেন অনেক পুরুষই, যা মেনে নিতে পারেন না অনেক নারীই।
৭। ক্যারিয়ার, ফিটনেস সম্পর্কে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতে পারলেও সম্পর্ক নিয়ে বা প্রেমের বিষয় নিয়ে আলোচনায় অনীহা পুরুষের।
৮। ডেটিংয়ে বেরিয়ে যখন আগেই বলে দেন, ‘খুব বেশি খিদে পায়নি তো?’
৯। সাজগোজের দিক থেকে টিপটপ থাকলেও বাড়িতে চূড়ান্ত অগোছালো জীবনযাপন।
১০। নিজের চেহারা ভুলে সঙ্গীকে মাঝেমধ্যেই মনে করিয়ে দেয়া— ‘তুমি কিন্তু মোটা হয়ে যাচ্ছ।’
সূত্র: এবেলা
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ৯ : ২০ এএম, ০৬ অক্টোবর, ২০১৭ শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur