চাঁদপুরের ডিবি পুলিশের অভিযানে অনৈতিক কাজের অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। রোববার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় বাবুরহাট এলাকায় মতলব রোডের একটি ৪তলা ভবন হতে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করা হয়। ।
আটককৃতরা হলো চাঁদপুর জেলা কচুয়ার কোয়া চাঁদপুর গ্রামের মেয়ে শিরিন আক্তার (১৮), হাজীগঞ্জের রাজারগাঁও গ্রামের লাভলী আক্তার (২২), দক্ষিণ শ্রীপুর মো.কবির হোসেন (৩০), মো. মানিক খান (২৪), স্বর্ণা গ্রামের মো.জাকির হোসেন ফরাজি (৪৪) ও মতলবের উত্তর বাইশপুর গ্রামের মনছুরা বেগম (৩০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো.আহসানুজ্জামান, এএসআই মো.বাছির মিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ভবন থেকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক :আনোয়ারুল হ্ক
আপডেট, বাংলাদেশ সময় ৬:১০ পিএম,২ অক্টোবর ২০১৭,সোমবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur