যাবার জন্যেই,তো এসেছি তাই যেতে হবে
যেভাবে গেছে আমাদের বটবৃক্ষ, লতা, পাতা আর শিকরের অস্তিত্ব।
যাবার জন্যেই বেঁচে আছি, তাই যেতে হবে বেঁচে আছি, হয়তো বেঁচে থাকবো
যেভাবে চোখের পলক পড়ে, নিঃশ্বাসে নিঃশ্বাসে।
যেতে হবে জেনেও মিছে মায়ায় আঁকড়ে ধরি রক্তের ফসল,
সোনার সংসার, বিশাল অট্টালিকা।
কখনো ভেবে যাইনি স্টেশনে গন্তব্যে পৌছার টিকেট কাটতে হবে।
যাবার জন্যই,তো অপেক্ষায় থাকে এই পথ, শেষ স্টেশনের ফ্ল্যাটফর্ম।
আমরা কেবলি ভুলে যাই,
সে পথে যাওয়ার কথা। যে পথে গেছেন আমাদের বৃক্ষের শিকড় আর সংসার।
যেতে হবে যেদিন, সেদিন আর এপথ থাকবে না আমাদের অপেক্ষায়।
নির্ভিতে পড়ে রবে সাগর, নদী, ধু-ধু বালুর মাঠ, ফসলি জমি,
সান বাঁধানো পুকুর ঘাট, আর আমাদের রক্তের ফসল।
যাবার জন্যেই তো এসেছি তাই যেতে হবে সময়ের পথ ধরে,
পৃথিবীর নিয়মে একদিন।
কবি ও লেখক- কবির হোসেন মিজি
: : আপডেট, বাংলাদেশ ১১: ৫৫ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur