Home / চাঁদপুর / চাঁদপুর লিটলম্যাগ ফোরামের অভিষেক
চাঁদপুর লিটলম্যাগ ফোরামের অভিষেক
চাঁদপুর লিটলম্যাগ ফোরাম-এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। প্রধান অতিথির হাত থেকে স্বারক ক্রেস্ট গ্রহণ করছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশিক বিন রহিম।

চাঁদপুর লিটলম্যাগ ফোরামের অভিষেক

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চাঁদপুর লিটলম্যাগ ফোরাম-এর অভিষেক অনুষ্ঠান শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় সাহিত্য একাডেমী চাঁদপুর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ‘চাঁদপুরের লিটলম্যাগ চর্চা: অতীত ও বর্তমান’ শীর্ষক সেমিনার ও একক আবৃত্তি পরিবেশিত হয় এবং অনুষ্ঠান উপলক্ষে স্বারক প্রকাশনা ‘জলপুষ্প’ এর মোড়ক উন্মোচন এবং আমন্ত্রিত অতিথি ও ফোরামের সকলকে অভিষেক স্মারক ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

চাঁদপুরের লিটলম্যাগ চর্চা: অতীত ও বর্তমান শীর্ষক সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত।

প্রবন্ধের উপর আলোচনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মনোহর আলী, বিশিষ্ট লেখক প্রকৌ. মো. দেলোয়ার হোসেন, প্রাবন্ধিক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়–য়া এবং বিশিষ্ট লেখক ও গদ্যকার সৈকত হাবিব। একক আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী রুবেল কুদ্দুস।
চাঁদপুর লিটলম্যাগ ফোরামের সভাপতি সৌম্য সালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশ ও উদ্যাপন কমিটির সদস্য সচিব মুহাম্মদ ফরিদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদ্যাপন কমিটির আহ্বায়ক ইকবাল পারভেজ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তছলিম হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আশিক বিন রহিম ও অর্থ সম্পাদক মাইনুল ইসলাম মানিক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, সাহিত্য হলো নির্মল আনন্দ উপভোগের অন্যতম মাধ্যম। যে দেশের সাহিত্য যতবেশী উন্নত সে দেশের সম্পর্কে বিশ্বের মানুষ ততো বেশী যানে। কারণ সাহিত্যিকরা তাদের লেখনির মাধ্যমে নিজ দেশের কৃষ্টি-কালচার সম্পর্কে দারুন ভাবে তুলে ধরতে পারেন।

তিনি বলেন, বর্তমান সময়ে চাঁদপুরের সাহিত্যকর্মীরা অনেক পরিশ্রমীর পরিচয় দিয়ে যাচ্ছে। আমি যতোটুকু জেনেছি, এ জেলা থেকে বর্তমানে ১১টির মতোলিটলম্যাগ নিয়মিত প্রকাশিত হয়। এসব লিটলম্যাগগুলো জাতীয় পর্যায়ে চাঁপুরের প্রতিনিধিত্ব করার পাশাপাশি এ জেলার সম্মান অনেক উচ্চতায় নিয়ে গেছে। এখান থেকে যে ১১টি লিটলম্যাগ প্রকাশিত হয় তার ১১জন সম্পাদক রয়েছেন। আমি বিশ্বাস করি একটি জেলার সাহিত্যকে বেগবান করতে এই ১১জন সাহিত্যকর্মীই যথেষ্ট।

জেলা প্রশাসক আরো বলেন, বর্তমানে দেশের জেলা প্রশাসকগণ আর শাসক নয় প্রশাসক হিসেবে কাজ করে থাকেন। চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে এখানের উন্নয়ন কার্মকান্ডের পাশাপাশি সাহিত্য-সাংস্কৃতিক কাজে দু’হাত খুলে সহযোগিতা করেছি। চাঁদপুর লিটলম্যাগ ফোরামের জন্য আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে রূপালী ইলিশ নিয়ে চাঁদপুর গর্ববোধ করে সে ইলিশ নিয়ে আপনারা লেখা-লেখি করবেন। আপনাদের লেখনির মাধ্যমে ইলিশ রক্ষায় মানুষ সচেতন হওয়ার পাশাপাশি ব্রান্ডিং জেলা ইলিশের বাড়ি চাঁদপুর উপকৃত হবে।

এসময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, ইনার হুইল ক্লাবের সাবেক সভাপতি মামমুদা খানম, বর্তমান সভাপতি মুক্তা পীযূষ, শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল, বিশিষ্ট কবি আলীজা হোসেন, দেওয়ান আব্দুল বাসেত, সংগীত শিল্পী পলাশ দে, কবি ও গল্পকার রফিকুজ্জামান রণি, সংগঠনের সদস্য কবির হোসেন মিজি, শাহমুব জুয়েল, মোখলেছুর রহমান ভুইয়া প্রমুখ।

করেসপন্ডেন্ট
: : আপডেট, বাংলাদেশ ১১: ০৩ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ

Leave a Reply