‘নিরাপদ সড়ক চাই’ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের ভাবনায় নিরাপদ সড়ক বাস্তবায়ন বিষয়ক সেরা আইডিয়া প্রতিযোগীতার উদ্বোধন ও ফরম বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ অক্টোবর) সকাল ১০টায় শহরের নিউ ট্রাক রোডস্থ আল আমিন মডেল মাদরাস মিলনায়তনে প্রায় দু’শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফরম বিতরণের মধ্য দিয়ে সেরা আইডিয়া প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের জেলা সভাপতি এম এ লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুস শুকুর মস্তান, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুসাদ্দেক আল আকিব প্রমুখ।
ফরম বিতরণ কালে জেলা নেতৃবৃন্দ বলেন, ‘পর্যায়ক্রমে চাঁদপুর শহরের সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজ সমূহে এ প্রতিযোগীতা অব্যাহত থাকবে। প্রতিযোগীতায় অংশগ্রহনকারিদের মধ্য থেকে প্রাথমিকভাবে প্রতিটি প্রতিষ্ঠানের সেরা পাঁচ জন আইডিয়াদাতাকে পুরস্কৃত করা হবে। পরবর্তীতে প্রতিটি প্রতিষ্ঠানের সেরা ৫ জনকে নিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়ন কর্মশালা আয়োজন করে জেলার সেরা ১০ জন আইডিয়া দাতাকে পুরস্কৃত করা হবে।’
প্রতিবেদক:আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur