চাঁদপুর সদর উপজেলা বালিয়ায় পোল্ট্রি ফার্মে কাজ করার সময় মো. সিরাজ গাজী (৫০) নামের এক বৃদ্ধা শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার সাইফুদ্দিন আহমেদের ফার্মে এ ঘটনাটি ঘটে।
নিহত সিরাজ গাজী বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (জয়নাল মাস্টার) গাজী বাড়ির মৃত. লতিফ গাজীর ছেলে। বর্তমানে তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
নিহতের ছেলে মানিক গাজী জানায়, সাইফুদ্দিন আহমেদেও পোল্ট্রি ফার্মে (মুরগীর ফার্মে) আমার বাবা দু’বছর যাবত কাজ করে। দুপুরে বাবার জন্যে খাবার নিয়ে গিয়ে দেখি, তিনি পানির মটর মেশিনের উপর পড়ে আছে। পরে মেইন সুইচ বন্ধ করে বাবাকে উদ্ধার করা হয়। ততক্ষণে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) মো. সিরাজুল ইসলাম চৌধুরী জানায়, অসাবধনতার কারণে সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে।
অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ্ ওলি চাঁদপুর টাইমসকে জানায়, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
: : আপডেট, বাংলাদেশ ১১ : ০০ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur